কুষ্টিয়া সদর থানার মাদকবিরোধী অভিযানে মাদক টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা সহ আটক-১


আব্দুস সবুর ঢাকা:
কুষ্টিয়া সদর থানার মাদকবিরোধী অভিযানে ১১০(একশত দশ)পিচ অবৈধ নেশাজাত টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫০,৫০০(পঞ্চাশ) হাজার পাঁচ শত টাকা সহ কুষ্টিয়া সদর থানাধীন- চৌড়হাস ক্যানালপাড়ার সামাদ হোসেনের ছেলে “মাদক ব্যবসায়ি তিতাস হোসেন” (২৪)-কে গ্রেফতার করেন কুষ্টিয়া মডেল থানার মাদকবিরোধী চৌকশ অভিযানিক দল। ২৭/০৩/২০২৩ ইং তারিখ- বৃহঃবার বিকেল ৫:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন জেলখানা মোড়ে অবস্থানকালে গ্রেফতারকৃত আসামির বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদ্রকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিলো খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটক করেন তিতাসকে।উল্লেখিত অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ)-সুফল সরকার-সহ সঙ্গীয় ফোর্স এএসআই আসাদুল ইসলাম আসাদ-মিলপাড়া পুলিশ ফাঁড়ী, এএসআই শাহীন আলম, কন্সটেবল আরিফুল ইসলাম ও কন্সটেবল শফিকুল ইসলাম।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী তিতাস হোসেন (২৪) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ১১০ (একশত দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং প্যান্টের সামনের বাম পাশের পকেটে থাকা মাদক (ট্যাপেন্টাডল ট্যাবলেট) বিক্রির নগদ ৫০,৫০০/- (পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি তিতাসের বিরুদ্ধে অবৈধ মাদক নেশাজাত ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ২৯ (ক) ধারার অপরাধ করেছে-মর্মে কুষ্টিয়া মডেল থানাতে একটি মাদক মামলা হয়েছে।যাহার নম্বর কুষ্টিয়া সদর-৫৪/২৩০।এ বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা এস আই সুফল সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে,ওসি কুষ্টিয়া সদর স্যারের সঠিক দিক নির্দেশনায় অভিযানটি সফল করতে সক্ষম হয়েছি।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।