কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার বোনের মৃত্যুতে শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
আজ ১৪ই মে, ২০২৩ ইং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব আতাউর রহমান আতা ভাইয়ের ছোট বোন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজীউন। গড়াই ক্রীড়া সংসদ ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা কামনা এবং মরহুমার রুহের মাগফেরাত ও নাজাত কামনা করা হয় সৃষ্টিকর্তার নিকট সংগঠনদ্বয়ের পক্ষ থেকে।
গড়াই ক্রীড়া সংসদের মহাসচিব ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, ” চেয়ারম্যান আতা ভাই কুষ্টিয়া পৌর ও সদর উপজেলার সকল পরিচিত ও অপরিচিত নাগরিকের মৃত্যু হলে জানাজায় অংশগ্রহণ করেন নির্বাচিত হওয়ার আগে থেকেই, গোরস্থানেও দলীয়, পরিচিত, ব্যাক্তিগতভাবে অপরিচিত ব্যক্তির দাফনে কার্যেও যোগ দেন, তার বোনের মৃত্যুতে কুষ্টিয়ার তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা শোক, সমবেদনা ও দোয়ার আর্জি জানাই মহান আল্লাহ তাআলার নিকট “