কুষ্টিয়া মিরপুর (৪৭-বিজিবি ব্যাটালিয়ন) এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  11:18 PM, 06 July 2023

আব্দুস সবুর ঢাকা:কুষ্টিয়া,মিরপুর,কদমতলা বাজারে মালিকবিহীন অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক ১২:১০ ঘটিকায় কুষ্টিয়া মিরপুর (৪৭ বিজিবি ব্যাটালিয়ন)এর দায়িত্বপূর্ণ এলাকা, মিরপুর উপজেলাধীন কদমতলা বাজার সংলগ্ন রাস্তার উপর সীমান্তবর্তী এলাকা প্রাগপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়াগামী “ তানভির রোহান ” নম্বর চাঁদপুর জ – ১১-০০১৫ নামক পরিবহনে কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম,পিএসসি এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১(এক) কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।অভিযানের বিষয়ে কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন(৪৭-বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম,পিএসসি’র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,বিজিবি প্রধানের নির্দেশ রয়েছে কোনো চোরাকারবারি,মাদক ব্যবসায়ীদের সাথে আপোষ নেই,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান সফল হয়েছে,মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রয়েছে।এ ব্যাপারে মিরপুর থানায় জিডি এন্ট্রি হয়েছে ।

আপনার মতামত লিখুন :