কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন(৪৭ বিজিবি)’র অভিযানে বিদেশী মুদ্রা(ইউএস ডলার)সহ আটক-১


আব্দুস সবুর ঢাকা: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০২ আগস্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মিরপুর উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া হাইওয়ের উপর মেহেরপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে অত্র (৪৭-বিজিবি)’র ব্যাটালিয়ন কর্তৃক একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বাংলাদেশী নাগরিক সুজন মাহমুদ (৩৫), গ্রাম- বড়যেটাইল, পোষ্ট- বালিয়া, থানা- ধামরাই ও জেলা- ঢাকা এর নিকট হতে ৫৪১টি ইউএস ডলার (প্রতিটি ১০০ ইউএস ডলারের নোট, মোট ৫৪১০০ ইউএস ডলার) আটক বিজিবি। এছাড়া গ্রেফতারকৃত ব্যাক্তির নিকট হতে বাংলাদেশী ৫৫৫০/- টাকা এবং ০১টি মোবাইল ফোন পাওয়া যায় জব্দ করেন বিজিবি। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন(৪৭ বিজিবি)।এ বিষয়ে কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল আরিফুল হক পিএসসি ঢাকা নিউজলাইনকে বলেন, বিজিবি প্রধানের পূর্ব ঘোষনার নির্দেশমতে আমাদের কুষ্টিয়া জেলার কয়েকটি থানার বর্ডার এলাকাতে ক্যম্পে থাকা দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে পার্শ্ববর্তী দেশ ভারত-বর্ডার হতে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশে কোনোভাবে মাদক-স্বর্ণ চোরাচালান-সহ সকল প্রকার রাষ্ট্র বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উপযুক্ত তথ্য পেলে সে বিষয়ে সর্ব সময় তৎপর থেকে তা প্রতিহত করা হবে। রাষ্ট্র বিরোধী কার্যক্রমে জড়িত যেই-হোকনা-কেনো,কোনো ছাড় দেওয়া হবেনা। এমন অভিযান অব্যাহত থাকবে।