কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন(৪৭-বিজিবি)’র অভিযানে দৌলতপুর সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:16 AM, 14 July 2023

আব্দুস সবুর ঢাকা:  কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন ( ৪ ৭বিজিবি)-এর অধিনায়ক লে.কর্ণেল আরিফুল হক পিএসসি’র নির্দেশনায় ও উপ-অধিনায়ক ও সেকেন্ড ইন কমান্ড”ডেপুটি কমান্ডিং অফিসার” মেজর রকিবুল ইসলাম পিএসসি-এর বিশেষ তদারকিতে,রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মো:ফরিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৭ সীমান্ত পিলার হতে আনুমানিক ১৫০০’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠ সীমান্ত এলাকায় অভিযান করে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর চরের মাঠ থেকে পরিত্যাক্ত(মালিক বিহীন)অবস্থায় ১ টি বাইসাইকেল ও ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে। যার ওজন ১কেজি ৩৯৮গ্রাম।উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৮৩ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করে দৌলতপুর থানায় সাধারণ ডাইরী এবং উদ্ধার করা স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।তবে উদ্ধার হওয়া স্বর্ণের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ বিষয়ে কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি ঢাকা নিউজলাইনকে বলেন,বিজিবি প্রধানের নির্দেশমতে কুষ্টিয়া মিরপুর ৪৭-বিজিবি এর অধিনায়ক লে.কর্ণেল আরিফুল হক পিএসসি’র সঠিক পরিচালনায় আমাদের কুষ্টিয়া জেলার কয়েকটি থানার বর্ডার এলাকাতে ক্যম্পে থাকা দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে পার্শ্ববর্তী দেশ ভারত-বর্ডার হতে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশে কোনোভাবে মাদক-স্বর্ণ চোরাচালান-সহ অন্যান্য দ্রব্যাদি চোরায় পথে আনা-নেওয়া না করতে পারে- সে বিষয়ে সর্ব সময় তৎপর থেকে তা প্রতিহত করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী ও স্বর্ন চোরাচালানকারিদের ছাড় দেওয়া হবেনা। এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :