কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন(৪৭-বিজিবি)এর মাদক বিরোধী অভিযানে সীমান্ত থেকে মাদক উদ্ধার,আটক- ২
আব্দুস সবুর ঢাকা : কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন (৪ ৭বিজিবি)-এর সেকেন্ড ইন কমান্ড”ডেপুটি কমান্ডিং অফিসার” মেজর রকিবুল ইসলাম পিএসসি-এর বিশেষ তদারকিতে, ৪৭-বিজিবি’র অধীনস্থ দৌলতপুর উপজেলার জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,দৌলতপুর উপজেলার জামালপুর মাঠ নামক স্থান হতে হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ১। সোহেল (৩৬), পিতাঃ মিল্টন,২।মোঃ মনিরুল ইসলাম(৫৫), পিতাঃরহিম শেখ, উভয়ের ঠিকানা- গ্রামঃজামালপুর,পোষ্ট-মহিষকুন্ডি,থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের নামে দৌলতপুর থানাতে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।এ বিষয়ে কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম ঢাকা নিউজলাইনকে বলেন, বিজিবি প্রধানের নির্দেশমতে আমাদের কুষ্টিয়া জেলার কয়েকটি থানার বর্ডার এলাকাতে ক্যম্পে থাকা দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে পার্শ্ববর্তী দেশ ভারতীয় বর্ডার হতে বাংলাদেশে কোনোভাবে মাদকসহ অন্যান্য দ্রব্যাদি চোরায়পথে প্রবেশ না করতে পারে-সে বিষয়ে সর্ব সময় তৎপর থেকে তা প্রতিহত করতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।এমন অভিযান অব্যাহত থাকবে।