কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন(৪৭বিজিবি)-র পৃথক পৃথক অভিযানে সীমান্তে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ৩

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  03:06 AM, 16 June 2023

আব্দুস সবুর ঢাকা :

কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন(৪৭বিজিবি)-এর সেকেন্ড ইন কমান্ড”ডেপুটি কমান্ডিং অফিসার” মেজর রকিবুল ইসলাম পিএসসি-এর বিশেষ তদারকিতে,৪৭-বিজিবি’র অধীনস্থ প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর গোরস্থান মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ১। মোঃ লাভলু ( ৫৫ ) , পিতাঃ মৃত তাছেন আলী , ২। মোঃ মহিবুল ইসলাম মিলন ( ৫০ ) , পিতাঃ মৃত মফের আলী উভয়ের ঠিকানা গ্রামঃ প্রাগপুর , পোষ্টঃ চরপ্রাগপুর , থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ২৯ বোতল ফেন্সিডিল ,০১ টি হাসুয়া এবং ০১ টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে । আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১১,৯২০ / – টাকা ।অন্য আরেকটি

অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন(৪৭-বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার১৫৬/২-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর বাজার নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ মোক্তার হোসেন (৫০) পিতাঃ মৃত সোলেমান জোয়াদ্দার , গ্রামঃ মোহাম্মদপুর , ডাকঃ ইনসাফনগর , থানাঃ দৌলতপুর জেলাঃ কষ্টিয়া’কে ভারতীয় ০.০০২ কেজি হেরোইন এবং ০৬ পিস ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক করে । আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫,৮০০/ টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে কুষ্টিয়া দৌলতপুর থানায় সোপর্দ করেন ও  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :