কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-র অভিযানে ১ কেজি ৪ শত ৫ গ্রাম কোকেন উদ্ধার

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  03:20 PM, 08 May 2023

আব্দুস সবুর ঢাকা :

কুষ্টিয়া মিরপুর মালিকবিহীন অবস্থায় ১.৪৪৫ কেজি (এক কেজি চারশত পঁয়তাল্লিশ গ্রাম) কোকেন উদ্ধার করেছে কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সু-নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ মে ২০২৩ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অভিযানে কুষ্টিয়া মিরপুর উপজেলাধীন-মিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় মেহেরপুর-কুষ্টিয়াগামী জিত ট্রাভেলস পরিবহন তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এ মাদক উদ্ধার হয়, পরিবহনের নম্বর (কুষ্টিয়া জ-০৪-০০০৭), অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম (পিএসসি)-এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১.৪৪৫ কেজি (এক কেজি চারশত পঁয়তাল্লিশ গ্রাম) কোকেন উদ্ধার করেন, যার আনুমানিক বাজার মূল্য ৭২,২৫,০০০/- (বাহাত্তর লক্ষ পঁচিশ হাজার) টাকা। এ বিষয়ে কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক বলেন,বিজিবি প্রধানের নির্দেশমতে-আমাদের কুষ্টিয়া জেলার কয়েকটি থানার বর্ডার এলাকাতে ক্যম্পে থাকা দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে পার্শ্ববর্তী দেশ ভারতীয় বর্ডার হতে বাংলাদেশে কোনোভাবে মাদকসহ অন্যান্য দ্রব্যাদি চোরায়পথে প্রবেশ না করতে পারে সে বিষয়ে সর্ব সময় তৎপর থেকে তা প্রতিহত করতে হবে।কোনো মাদক ব্যবসায়িকে ছাড় দেওয়া হবেনা।এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :