কুষ্টিয়া মিরপুর থানার এজাহার ভুক্ত আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চকগ্রামের ফরিজুলের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াসকে গ্রেফতার করেন কুষ্টিয়া Rab-১২। অভিযানের নেতৃত্ব ছিলেন কুষ্টিয়া Rab-12-র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সহ সঙ্গীয় ফোর্স।জানা যায়,কুষ্টিয়া মিরপুর থানাতে ০৯/০৫/২০২৩ ইং তারিখ মিরপুর থানাধীন চক গ্রামের মেয়ে বৃষ্টি খাতুন বাদী হয়ে এজাহার দায়ের করেন।উল্লেখিত এজাহার মূলে কুষ্টিয়া Rab-12-র বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় এজাহারভুক্ত ২ নং আসামীকে।এ অভিযান অব্যাহত আছে।