কুষ্টিয়া মিরপুর,৪৭-বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত


আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) বিজিবি – বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সমন্বয় সভা অদ্য ২৫ মে ২০২৩ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর অধীনস্থ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২ / ৭ – এস এর নিকট অধিনায়ক , কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এবং কমান্ড্যান্ট , ১৪১ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয়
সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সমন্বয় সভায় সীমান্ত হত্যা বন্ধ , অবৈধভাবে সীমান্ত পারাপার , মাদক চোরাচালান , নারী ও শিশু পাচার রোধ করাসহ উভয় দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয় । উক্ত সমন্বয় সভায় বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ আরিফুল হক , পিএসসি , অধিনায়ক , কুষ্টিয়া-মিরপুর ব্যাটালিয়ন (৪৭-বিজিবি ) এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন শ্রী নাগেন্দার সিং রাতুলা , কমান্ড্যান্ট , ১৪১ ব্যাটালিয়ন বিএসএফ , রওশনবাগ,ভারত।উক্ত সভাতে পার্শ্ববর্তী ভারত বাঙলাদেশ উভয় সীমান্ত সর্বোচ্চ তদারকির মাধ্যমে আইনি প্রকৃয়া সমুন্নত রাখা মতামত প্রকাশ করা হয়।এতে উভয় পক্ষের সীমান্তবর্তী এলাকাতে দায়িত্বে থাকা সকলকেই সচেতন থাকার নির্দেশ প্রদান করা হয়।