কুষ্টিয়া মডেল থানার মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার,আটক-২
আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়া সদর মঙ্গলবাড়ীয়া মসজিদপাড়া এলাকা থেকে কুষ্টিয়া মডেল থানার এস আই সুফল সরকার, এ এস আই আসাদ, এ এস আই শাহীন, কন্সটেবল শফি- সহ সঙ্গীয় ফোর্স, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে আজ ১৬/০৪/২০২৩ ইং তারিখ রাত ১১:০০ ঘটিকার সময় ৭৮(আটাত্তর) বোতল ভারতীয় অবৈধ নেশাজাত ফেন্সিডিল সহ ২ জনকে মাদক সহ আটক করে কুষ্টিয়া মডেল থানা।।অভিযানে রাকিব ওরোফে রাকি-(২৯), পিতা- রেজাউল ইসলাম রেজা, মঙ্গলবাড়ীয়া মসজিদপাড়া,কুষ্টিয়া সদর,কুষ্টিয়া ও খোকন মালিথা-(৩৮),পিতা-সাত্তার মালিথা,ফুলবাড়ি(হাজিপাড়া),মিরপুর,কুষ্টিয়া-দের মাদক সহ গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানার চৌকশ অভিযানিক দল।মাদক উদ্ধার অভিযানের পর কুষ্টিয়া মডেল থানাতে উল্লেখিত মাদক সহ গ্রেফতার হওয়া ব্যাক্তিদের নামে কুষ্টিয়া মডেল থানাতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারাতে কুষ্টিয়া মামলা হয়।যাহার নম্বর- কুষ্টিয়া মডেল থানা-৪০,কুষ্টিয়া জিআর-১৬,তারিখ-১৭/০৪/২০২৩।স্থানীয়ভাবে খবর নিয়ে জানা-যায়- মাদক ব্যবসায়ী রাকি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।রাকি তার এলাকার মাদক ব্যবসায়ি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই সুফল সরকার-এর সাথে যোগাযোগ করে অভিযান বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন- গোপন সংবাদের মাধ্যমে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের সঠিক দিক নির্দেশনা ও কুষ্টিয়া মডেল থানার ওসি স্যারের সঠিক তদারকিতে এ মাদক উদ্ধার অভিযান সফল করতে সক্ষম হই,কোনো মাদক ব্যবসায়িকে ছাড় দেওয়া হবেনা,আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।