কুষ্টিয়া ভেড়ামারা কাজিহাটা কলোনীপাড়া হতে মাদক ব্যবসায়ী সজিব সহ আটক-2,পলাতক-১, মাদক উদ্ধার।

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:01 PM, 14 April 2023

আব্দুস সবুর 

কুষ্টিয়া ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের কাজিহাটা কলোনী পাড়া হতে গতকাল ১৩/০৪/২০২৩ ইং তারিখ রাত ৯:৩০ ঘটিকার সময়,কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশনা ও ওসি ডিবি গোয়েন্দা শাখার, সঠিক তদারকিতে, ডি-বি পুলিশের চৌকশ অভিযানিক টীম মাদক ব্যবসায়ী সজিব পিতা লালন হোসেন, হুমায়ন পিতা জোন্নাফ, হাবিব শেখ পিতা আমিরুল শেখ, সর্ব সাং ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের, কাজিহাটা কলোনীপাড়া।

পলাতক আসামী লালন পিতা মৃতঃ জসিম উদ্দীন।
কুটিয়া (ডিবি) জেলা গোয়েন্দা শাখার অভিযানিক দলের টীম লিডার এস. আই সনজিব ঘোষের নেতৃত্বে, এএসআই মোহাম্মদ আলী টিটু,এএস আই মেহেদী হাসান,
কন্সটেবল বুলবুল হোসেন, আশফাকুর রহমান কন্সটেবল জাহাঙ্গীর আলম-সকলেই কুষ্টিয়া জেলা গোয়েদা শাখার।অভিযানে উল্লেখিত আসামীদের দখল হইতে (৪০০ + ৫৯ + ৫০) = ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ১ নম্বর আসামী সজিব তার মুদি দোকানের আড়ালে রমরম মাদক ব্যবসা করে আসছিলো মর্মে গত ১২/০৪/২০২৩ ইং তারিখে কুষ্টিয়ার বিভিন্ন গনমাধ্যমে প্রচার হওয়াতে বিষয়টি কুষ্টিয়া পুলিশ সুপার চোখে পড়াতে- আমলে নিয়ে মাদক ব্যবসায়ীর বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়াতে মাদক ব্যবসায়ী সজিবের নিজ এলাকাতে জনমতে স্বস্তি ফিরেছে।অভিযানের পর কুষ্টিয়া ভেড়ামারা থানাতে উল্লেখিত গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সরণির ১৯(ক)/৪১ ধারা মর্মে একটি মামলা হয়।যাহার নম্বর ভেড়ামারা থানা- নং-১২,ভেড়ামারা জিআর-৫৭।এ বিষয়ে অভিযানের টীম লিডার এস,আই সনজিব ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের কুষ্টিয়া পুলিশ সুপার স্যারের পূর্বের নির্দেশ মোতাবেক ও ওসি ডিবি স্যারের সঠিক দিক নির্দেশনায় কুষ্টিয়া জেলাকে মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টাতে আমরা কাজ করছি, কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা বদ্ধপরিকর কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করার।

আপনার মতামত লিখুন :