কুষ্টিয়া ভেড়ামারা কাজিহাটাতে মুদি দোকানের আড়ালে রমরমা মাদক ব্যবসা নেপথ্যে কথিত সোর্স রোকন-রুপম

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  08:56 AM, 13 April 2023

ঢাকা নিউজ লাইন ডেস্ক:- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা কলোনী রোড সংলগ্ন সজিব মুদি স্টোরের মালিক সজিব নিজেই ভারতীয় অবৈধ ফেন্সিডিল,গাঁজার পাইকারী ও খুচরা ব্যবসায়ী। তথ্যমতে সরোজমিনে গিয়ে জানা যায়, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা কলোনী পাড়া লালনের ছেলে সজিব ছোট থেকে মাদক কেন্সিডিলের খুচরা ডেলিভারী ও ক্যারিম্যান থেকে আজ মুদি দোকানের আড়ালে রমরমা মাদক ব্যবসা করে আসছে। এ বিষয়ে সজিবের সাথে সরাসরি কৌশলে কথা বল্লে সজিব বলে-“আমি ব্যবসা শিখেছি আমাদের কাজিহাটা কলোনী পাড়ার বর্তমান মাদকের ডিলার, মাদক মামলার আসামী মাসুদ কাকা ওরোফে (ভবেশ), মাহাবুল কাকা, সেতু কাকা, মিতুল কাকা-এরা সকলেই আপন ভাই। এদের পিতা ওলিল মন্ডল, সজিব স্বীকারোক্তী দেন বর্তমানে “আমি ব্যবসা করছি “শরিফ কাকার সাথে”, শরিফ কাকার মাল (ফেন্সিডিল ও গাঁজা)ধর্মদহ হতে শরিফের বাড়িতে পৌঁছে দেই রোকন ওরোফে রুপম কাকা”!সরোজমিনে আরো খোজ খবর নিয়ে মুদি দোকান্দার মাদক ব্যবসায়ী সজিবের দেওয়া তথ্যমতে-শরিফের বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামে।

শরিফ ও রোকন ওরোফে রুপম সক্রীয় (ফেন্সিডিল ও গাঁজা) ব্যবসার পার্টনার। আমদহ গ্রামের শরিফ এক সময় পেশাতে রাজমিস্ত্রী ছিলো। বর্তমানে রোকন ওরোফে রুপম কথিত শালা-দুলাভাই সম্পর্কের মাধ্যমে রমরমা মাদক ব্যবসা করছে। মুদি দোকান্দার মাদক ব্যবসায়ী সজিবের দেয়া তথমতে যানা-যায় কুষ্টিয়া দৌলতপুর আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিম পাড়ার মাদক(ফেন্সিডিল ও গাঁজার) ডিলার সপেরের ছেলে লিটন, মমিনের ছেলে জাইদুল, রইতুল্লার ছেলে লালু – ( এদের নামে একাধিক মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে)! এদের কাছ হতে ভারতীয় অবৈধ মাদক (ফেন্সিডিল ও গাঁজা) ‘আমদানীকরে দৌলতপুর উপজেলা আমদহ গ্রামের শরিফ ও ভেড়ামারা বামন পাড়া গ্রামের রোকন ওরোফে রুপম। এরা দু’জন শালা দুলাভাই সম্পর্ক।

এদিকে ধর্মদহ বিজিবি ক্যম্প-পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে-একাধিক মাদক মামলার আসামি ফারুক ওরোফে ল্যাংড়া ফারুকের কাছ হতে ভারতীয় অবৈধ মাদক (ফেন্সিডিল ও গাঁজা) আমদানী করেন ভেড়ামারা কাজি হাটা কলোনী পাড়ার মাসুদ রানা (ভবেশ), এরা আপন ৪ (চার) ভাই। সরোজমিনে গিয়ে আরো তথ্য পাওয়া যায় কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা ৯-নাং ওয়ার্ডের মৃত রেজাউলের ছেলে রোকনুজ্জামান রোকন ওরোফে রুপম কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স, কিন্তুু না। রুপম একজন সক্রীয় মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। রুপম বিভিন্ন যারগায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে রমরমা মাদক ব্যবসা করে। সারা-রাত মটর সাইকেল নিয়ে দৌলতপুর ধর্মদহ বর্ডার হতে ভেড়ামারা পৌর-এলাকা ও কাজিহাটা ছাই বাজার নামক স্থানে সাময়িক বিশ্রাম! এভাবে সারারাত পুরো এলাকা চোষে শহর-গ্রামের রোড-ঘাটের ওলিগলি।বিভিন্ন স্থানে মানুষকে জিম্মি করে চাঁদা তোলে।এ বিষয়ে রোকন ওরোফে রুপমের ব্যবহৃত ৬-টি মোবাইল সিম নম্বরে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সবগুলো মোবাইল সংযুক্ত সিম বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :