কুষ্টিয়া ভেড়ামারায় ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত-চ্যাম্পিয়ন ভেড়ামারার বাহিরচর একাদশ

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  09:09 AM, 11 September 2023

আব্দুস সবুর ঢাকা:
কুষ্টিয়ার ভেড়ামারায় মরহুম রহিমা আফছার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।আজ রবিবার বিকেলে ৪ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মরহুম রহিমা আফছার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলা যে দুইটি দল অংশগ্রহণ করেন তারা হলেন বাহিরচর একাদশ বনাম কুষ্টিয়া একাদশ।ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল না করাই পরে ট্রাইব্রেকার এর মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়।খেলায় কুষ্টিয়া একাদশ কে ৪-৩ গোলে হারিয়ে বাহিরচর একাদশ চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল,বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ,যুবলীগ নেতা ফিরোজ আশরাফুল ইসলাম কচি মেম্বার,সাইফুল ইসলাম,রতন প্রমুখ।ফুটবল ফাইনাল খেলাটি প্রচুর দর্শক উপভোগ করেন।

আপনার মতামত লিখুন :