কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর এর কৃতি সন্তান বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার সুজা উদ্দিন বুদুর আজ ৫০-তম মৃত্যুবার্ষিকী

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:35 AM, 07 September 2023

আব্দুস সবুর ঢাকা:
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার সুজা উদ্দিন বুদুর আজ ৫০ তম মৃত্যুবার্ষিকী।১৯৭৩ সালের ৭সেপ্টেম্বর নিজ বাড়িতে ভগ্নিপতি মজিবুর রহমান সহ আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হন।সুজাউদ্দিন বুদু ১৯৩৪ সালে দাদা তৎকালীন প্রেসিডেন্ট নিয়ামত উল্লাহ সরকারের বাড়িতে জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন পিতা নঈম উদ্দিন সরকার এর জ্যৈষ্ঠ পুত্র।ছোটবেলায় মা মারা যাওয়ায় দাদা নিয়ামত উল্লাহ সরকারের স্নেহে লালিত পালিত সুজাউদ্দিন বুদুর লেখাপড়া হয় ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়,মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া মোহিনীমোহন বিদ্যাপিঠে।খেলাধুলায় পারদর্শী হওয়ায় কুষ্টিয়া মোহিন মিল,সুগার মিল,ঢাকা বিজি প্রেস,ওয়ারী এবং সর্বশেষ পি ডব্লিউ ডি তে চাকুরীসহ খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।জাতীয় দলে খেলার সুযোগও বেশ কয়েক বার হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ হতে ১৯৭৩ সাল পর্যন্ত ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী তিন কন্যা এবং ২পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।সুজাউদ্দিন বুদু সাবেক এমপি এবং এম এন এ মরহুম আজিজুর রহমান আক্কাসের খুব কাছের মানুষ ছিলেন।শ্রেণী শত্রু খতম করার নামে কুমারখালী থানার আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক খান নিজাম,মকবুল তাহের এবং সুজা উদ্দিন বুদু ও মজিবুর রহমান কে একই ধারায় হত্যা করা হয়।আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি।মহান আল্লাহ যেন তাঁদের বেহেস্ত নসিব করেন। সুজাউদ্দিন বুদু দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কুষ্টিয়ার সাবেক স্পেশাল পিপি, কুষ্টিয়া “ল” কলেজে অধ্যাপক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন এর পিতা।

আপনার মতামত লিখুন :