কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগরের কৃতি সন্তান সহ:অধ্যাপক ডাক্তার আরিফ রেজার জন্মদিন

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  02:39 AM, 31 July 2023

আব্দুস সবুর:  কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান,মেধাবী ডাক্তার আরিফ রেজা জন্মদিন।ফিলিপনগর এর সামাজিক সংগঠন সংস্থা ভয়েস অফ ফিলিপনগর এর সাধারণ সম্পাদক,সুমিষ্টভাষী,সাংগাঠনিক, মানবিক এবং জনপ্রিয় ডাক্তার অসহায় রোগীদের আস্থার স্থল,ঢাকা নিউরোসাইন্স হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডা:আরিফ রেজার আজ জন্মদিন।এ জন্মদিন উপলক্ষ্যে ডাক্তার আরিফ রেজার সহকর্মী-সহযোগী,বন্ধুবান্ধব,স্নেহাশিস,বয়োজ্যেষ্ঠ,সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।তিনি এমন একজন মানুষ যাহার কর্ম উদ্যম এবং ভ্রাতৃত্ব সুলভ আন্তরিক আচরণে তারুণেরই বহিঃপ্রকাশ বিদ্যমান। যেই তারুণ্য মানুষকে কাছে টানে, যেই গুণাবলী থাকা উচিৎ একজন চিকিৎসকের, একজন সমাজ সংগঠক সেবকের সর্বোপরি একজন মানুষের।সকলের জানামতে কোন অসহায়, অর্থসংকটে ভোগা কোন সুশীল, কোন অসহায় মানুষ তাহার কাছে চিকিৎসা না পেয়ে ফিরে যায়নি। তিনি মানবিক চিকিৎসকের খেতাব অনেক আগের থেকেই বহন করে যাচ্ছেন যা নতুন করে বলার কিছু নেই, বলা যায় তিনি একজন ডাক্তার যিনি ডাক্তারের চেয়েও বেশী কিছু, একজন মানুষ যিনি মানবিকের চেয়েও বেশী কিছু৷, সেই ভাল মানুষটির আজ জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় মানবিক ডাক্তার আরিফ রেজা।আল্লাহ আপনাকে সব সময় ভাল রাখুক এবং নেক হায়াত দান করুক। আরিফ রেজা একজন ডাক্তার হয়ে শুধু চিকিৎসা সেবাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন সকল সামাজিক ভাল কাজে এবং পেয়েছেন সর্বোচ্চ সফলতা, সময়ের সঠিক ব্যাবহার, মানবিকতা শেখার একজন অনুকরণীয় ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক ডা.আরিফ রেজা, ব্যস্ততা তাহার মানবিকতা থামিয়ে রাখতে পারেনি ছুটে গেছেন গত করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরনে, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে নিজেও সপরিবারে আক্রান্ত হয়েছেন করোনায়। এই প্রতিভাবান মানুষটিকে অনুসরণ করার চেষ্টা করে নিজেকে বিকশিত করার জন্য ফিলিপনগর বর্তমান শিক্ষার্থীরা।দেশের বিখ্যাত নিউরোসায়েন্স হাসপাতালের নিউরোসার্জন ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আরিফ রেজা। সহকারী অধ্যাপক ডাঃ আরিফ রেজা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস, শেষ করেন।

আপনার মতামত লিখুন :