কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:49 PM, 12 July 2023

আব্দুস সবুর ঢাকা :

দৌলতপুর ফিলিপ নগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গোলাবাড়িয়া “ফিলিপনগর দাখিল মাদ্রাসা”র অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচনে মাঠ গরম রেখেছে দুই সভাপতি প্রার্থী,সাবেক সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা-সমাজ সেবক শামসুল আলম ও স্থানীয় এক ইন্জিনিয়ার-সমাজ সেবক ওবাইদুল হক বিপ্লব। আসছে ১৮-ই-জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।এই নির্বাচনকে সামনে রেখে পূর্ব ফিলিপনগর গোলাবাড়িয়া বাজারে চলছে ভোটের আমেজ, চলছে নানান গুঞ্জন,কে হচ্ছে সভাপতি!কার প্যানেল হচ্ছে সভাপতি!উক্ত প্রতিষ্ঠানে সভাপতি প্রার্থীদের দুইটা গ্রুপ প্যানেল ভিত্তিক ভোট হবে। সাবেক সভাপতি শামসুল আলম- এর প্যানেলে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন-মো:কাজল মালিথা,মো:রাকিবুল ইসলাম ঝন্টু,মো:সাইফুল ইসলাম,মো:জামিরুল ইসলাম,মোসা:বিলকিস খাতুন

অপরপক্ষে সভাপতি প্রার্থী ওবায়দুল হক বিপ্লব এর প্যানেলে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো:রিপন,মোঃশিহাব উদ্দিন,মো:শান্টু আহমেদ মো:জাহাঙ্গীর আলম,মোসা:আঙ্গুরা খাতুন।উল্লেখিত প্রতিষ্ঠানে অভিভাবকদের মধ্যে মোট ভোট সংখ্যা-২২০,এর মধ্যে দাখিল শাখা(উচ্চমান-১৬৭) ও এফতেদায়ী শাখা(নিম্নমান-৫৩),অভিভাবক সদস্য প্রার্থী মোট ১০ জন,শিক্ষক ভোট-৩ জন,সংরক্ষিত মহিলা-১ জন(যাহা নির্বাচিত),দাতা সদস্য-৩ জন (যাহার ১ জন নির্বাচিত-সমর্থন সাপেক্ষে)।উল্লেখিত নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আবু সালেক-পবিত্র হজ্জ্ব পালনে দেশের বাইরে থাকার জন্য, নির্বাচনের ভারপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন।উক্ত প্রতিষ্ঠান “ফিলিপনগর দাখিল মাদ্রাসা”র প্রধান-(সুপার)এর মুঠোফোনে নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন,নির্বাচনের সভাপতি প্রার্থী দুজনেই স্থানীয় সমাজসেবক, একজন সাবেক সভাপতি ফিলিপনগর দাখিল মাদ্রাসা,অন্যজন সমাজ সেবক ও ইঞ্জিনিয়ার।আশা করছি নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হবে।কোনো শংকা নেই।

আপনার মতামত লিখুন :