কুষ্টিয়া দৌলতপুর পশ্চিম-দক্ষিণ ফিলিপনগরে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৩
আব্দুস সবুর ঢাকা :
পবিত্র রমজান মাস শেষে, ঈদ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ফিল্ড পাড়া যুব সংঘ। অনুষ্ঠানে এম’পি বাদশা
বলেন, লেখাপড়ার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন। বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয়ের মতো কিছু ঘটনা দৃশ্যমান হচ্ছে তা প্রতিরোধে খেলাধুলা ও সংস্কৃতির প্রসার হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলার ও সাংস্কৃতি
প্রসারে আন্তরিকতার সাথে কাজ করছে। ওয়াসিম কবিরাজের সঞ্চালনায় – অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এম.পি মাননীয় সংসদ সদস্য, সভাপতি-বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখা।বিশেষ অতিথি ছিলেন এ্যাড. শরীফ উদ্দিন রিমন সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখা,এ্যাড: এজাজ আহমেদ মামুন- চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখা ।শরিফুল কবির স্বপন গণসংযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাসদ (যুবজোট), বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী সভাপতি-বাংলাদেশ আওয়ামী লীগ, ফিলিপনগর ইউনিয়ন শাখা। ইসাহক আলী বিএসসি সভাপতি, পি এস এস মাধ্যমিক বিদ্যালয় ।নঈম উদ্দিন সেন্টু চেয়ারম্যান, ৩নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ, দৌলতপুর, কুষ্টিয়া।শামসুল আলম সভাপতি, ফিলিপনগর দাখিল মাদ্রাসা।প্রকৌশলী ইলিয়াস হোসেন বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৌলতপুর, কুষ্টিয়া।সরকার মাহবুব মনি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর। মাহবুবুর রহমান মাস্টার- সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর,ওয়াসিম কবিরাজ- যুগ্ম-সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা যুবলীগ কুষ্টিয়া,ডা: রাশেদুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক ভয়েস অফ ফিলিপনগর(সামাজিক সংগঠন গ্রুপ),ইন্জি: মিজানুর রহমান- সংগঠক ভয়েস অফ ফিলিপনগর (সামাজিক সংগঠন গ্রুপ)।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আজিজুল হক বি.এস.সি, প্রধান শিক্ষক (অবঃ), ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিলিপনগর সহ অত্র এলাকার সংস্কৃতিপ্রিয় ব্যক্তিবর্গ।সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।