কুষ্টিয়া দৌলতপুর থানাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”ক” সার্কেলের পৃথক পৃথক অভিযানে আটক-১,ভ্রাম্যমান-৩


ঢাকা নিউজলাইন ডেস্ক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া শাখার”ক” সার্কেলের চৌকশ আভিযানিক দল ৭-ই-মে, দৌলতপুর থানাধীন পৃথক পৃথক অভিযান করেন। একটি অভিযান দৌলতপুর থানাধীন মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে জিয়াউল হক (টাপেন্টা জিয়া)-৪২, তার হেফাজতে থাকা ১০০০(এক হাজার) পিচ অবৈধ নেশাজাত ট্যবলেট সহ আটক করেন।এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী জিয়াউল ওরোফে টাপেন্টা জিয়ার বিরুদ্ধে দৌলতপুর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন, আইন ২০১৮ এর ৩৬(১)সরণির ২৯ (ক) ধারাতে মামলা হয়। যাহার মামলা নং – ১৮, তারিখ, ০৮/০৫/২০২৩। আরো অভিযানে দৌলতপুর থানার অন্তর্ভুক্ত সহকারী ভূমি কমিশনারকে সঙ্গে নিয়ে অভিযান এর মাধ্যমে তিনজন আসামিকে মাদক সেবনরত
অবস্থায় আটক করা হয়। অতঃপর সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শহিদুল ইসলাম আসামীদেরকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০০ ( পাঁচশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ।উল্লেখিত পৃথক পৃথক অভিযানের দিক নির্দেশনা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ-পরিচালক(ডিডি) পারভীন আক্তার।অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখা”ক” পরিদর্শক(ইন্সপেক্টর)বেলাল হোসেন,এসআই জাকির হোসেন,এসআই আবুল কাশেম সহ সঙ্গীয় ফোর্স। অভিযানের নেতৃত্বে থাকা পরিদর্শক (ইন্সপেক্টর) বেলাল হোসেনের কাছে অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা শাখার অন্তর্ভুক্ত আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সে ক্ষেত্রে হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ-পরিচালক স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি,সেই মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার “ক” সার্কেলের দায়িত্বে আমি আছি,আমি ও আমার সদস্যগন মাদক ও মাদক ব্যবসাযীদের সাথে কোন আপোষ না করে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি,এ অভিযান অব্যাহত থাকবে।