কুষ্টিয়া দৌলতপুর এর কৃতি সন্তান মানবিক খ্যত ডাক্তার মুসা কবিরের জন্মদিন

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  02:02 AM, 25 October 2023

আব্দুস সবুর ঢাকা: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান,মেধাবী ও মানবিক খ্যত ডাক্তার মুসা কবিরের জন্মদিন।তিনি দৌলতপুর উপজেলা তথা কুষ্টিয়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজসেবা সংস্থার সাথে কাজ করছেন দেশ জাতি ও জনগনের উন্নয়নের জন্য মানব সেবার লক্ষ্যে।এই মানবিক খ্যত ডাক্তার মুসা কবির সুমিষ্টভাষী,সাংগাঠনিক,সামাজিক,মানবিক এবং জনপ্রিয় ডাক্তার অসহায় রোগীদের আস্থার স্থল,কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর কনসালটেন্ট(মেডিসিন বিভাগের)।সেই মানবিক খ্যত ডাক্তার মুসা কবির এর আজ শুভ জন্মদিন।এ জন্মদিন উপলক্ষ্যে ডাঃএ.এস.এম.মুসা কবির এর সহকর্মী-সহযোগী,বন্ধুবান্ধব,স্নেহাশিস,বয়োজ্যেষ্ঠ,সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।তিনি এমন একজন মানুষ যাহার কর্ম উদ্যম এবং ভ্রাতৃত্ব সুলভ আন্তরিক আচরণে তারুণেরই বহিঃপ্রকাশ বিদ্যমান।যেই তারুণ্য মানুষকে কাছে টানে,যেই গুণাবলী থাকা উচিৎ একজন চিকিৎসকের,একজন সমাজ সংগঠক সেবকের সর্বোপরি একজন মানুষের।সকলের জানামতে কোন অসহায়,অর্থসংকটে ভোগা কোন সুশীল,কোন অসহায় মানুষ তাহার কাছে চিকিৎসা না পেয়ে ফিরে যায়নি।তিনি মানবিক চিকিৎসকের খেতাব অনেক আগের থেকেই বহন করে যাচ্ছেন যা নতুন করে বলার কিছু নেই,বলা যায় তিনি একজন ডাক্তার,একজন মানুষ যিনি মানবিকের চেয়েও বেশী কিছু৷সেই ভাল মানুষটির আজ জন্মদিন।শুভ জন্মদিন প্রিয় মানবিক ডাঃএ.এস.এম.মুসা কবির।আল্লাহ আপনাকে সব সময় ভাল রাখুক এবং নেক হায়াত দান করুক।এ.এস.এম.মুসা কবির একজন ডাক্তার হয়ে শুধু চিকিৎসা সেবাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন সকল সামাজিক ভাল কাজে এবং পেয়েছেন সর্বোচ্চ সফলতা,সময়ের সঠিক ব্যাবহার,মানবিকতা শেখার একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ডাঃএ.এস.এম.মুসা কবির,ব্যস্ততা তাহার মানবিকতা থামিয়ে রাখতে পারেনি ছুটে গেছেন গত করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরনে,করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে নিজেও স্ব-পরিবারে আক্রান্ত হয়েছিলেন করোনায়।এই প্রতিভাবান মানুষটিকে অনুসরণ করার চেষ্টা করে নিজেকে বিকশিত করার জন্য দৌলতপুর তথা কুষ্টিয়া জেলার যুব সমাজ,সু-শীল সমাজের ব্যাক্তিবর্গ ও বর্তমান শিক্ষার্থীরা।লন্ডনের মত বিখ্যাত একটি দেশ হতে মেডিসিনের উপর এমআরসিপি ডিগ্রী অর্জন করেছেন যাহা পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ হিসেবে এখন ডাক্তার মুসা কবির আখ্যায়িত।ডাঃএ.এস.এম.মুসা কবির কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। ডাঃএ.এস.এম.মুসা কবির ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়ালেখা(এমবিবিএস)শেষ করেছেন।

আপনার মতামত লিখুন :