কুষ্টিয়া দৌলতপুর ৪-নং মরিচা ইউনিয়নে হত্যা কান্ডে নেতৃত্ব দেওয়া উজ্জ্বল সরদারের বেড রুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাত ভর কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেক্রমে,অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেলের সঠিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ দৌলতপুর সহ সকল সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে বালু খেকো,ভূমিদস্যু,পানি পথের রাজা,ত্রিপুল মার্ডারের সাজাপ্রাপ্ত ফাঁসির আসামী নয়নের গড ফাদার,সকল অপকর্মের মূলহোতা উজ্জ্বল সর্দারের বেডরুম থেকে একটি আগ্নেয় অস্র ও বাড়ির বিভিন্ন জায়গাতে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে অভিযানিক দল।অভিযানের নেতৃত্বদেন ভেড়ামারা সার্কেল(অতিরিক্ত পুলিশ সুপার)।এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ৪-নং মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলা পাড়ায় দুই দল গ্রামবাসী মুখোমুখি অবস্থান করছে এমন সংবাদপ্রাপ্ত হয়ে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দৌলতপুর থানা পুলিশ, থানা থেকে রওনা দেয়। ভুরকা হাটখোলা পাড়া থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে হওয়াতে সেখানে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যেই সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনা স্থানে পৌছানোর সাথে সাথে লোকজন পালানোর চেষ্টা কালে থানা পুলিশ ১০ জন কে ঘটনাস্থল থেকে আটক করে।পুলিশি অভিযানে আটক আসামি রেফেজ জানায় উজ্জ্বল সরদারের বাড়িতে বৈঠক শেষে হামলা চালানো হয়েছে সেখানে আরও আসামি থাকতে পারে এবং হামলায় ব্যবহৃত কিছু থাকতে পার। তার দেওয়া তথ্য মতে , ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম, গ্রাম পুলিশের দফাদার ও গ্রাম পুলিশদের সহযোগিতায় দৌলতপুর ও ভেড়ামারা সার্কেলর নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উজ্জ্বল সরদারের বেডরুম থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও তার বাড়ির বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ রামদা, হাসুয়া সহ অস্ত্র উদ্ধার করা হয়।অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।