কুষ্টিয়া দৌলতপুরে সামাজিক সংগঠন ভয়েস অফ ফিলিপনগর এর উদ্যোগে ৯-তম বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৪

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  07:04 AM, 19 June 2024

আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের সামাজিক সংগঠন “ভয়েস অফ ফিলিপনগর”এর উদ্যোগে প্রতিবারের মত এবারো ঈদ-উল-আযহার পরের দিন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন অত্র ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান-ডাক্তাররা।মঙ্গলবার (১৮-ই-জুন)দৌলতপুর উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।উল্লেখিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল কুষ্টিয়া-১,দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এমপি।অসুস্থতা জন্য তিনি উপস্থিত না হওয়ার কারনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এমপি পুত্র কলিন্স চৌধুরী ও ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান নঈমউদ্দীন সেন্টু।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিলিপনগরের সন্তান,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য এর পুত্র শায়েখ আল জাহান শুভ্র,উপস্থিত ছিলেন ফিলিপনগরের সন্তান আক্তার হোসেন,শামসুল আলম,ওয়াসিম কবিরাজ,প্রকৌশলী ইলিয়াস হোসেন,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,ফায়জুল্লাহ প্রমুখ।ভয়েস অফ ফিলিপনগর এর সিনিয়র সহ-সভাপতি আবজাউল আলম খাজা।আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু,মুতাসসিম বিল্লা,সহ আরো স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা:মো:শহিদুল্লাহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য ) এম এস (অর্থোপেডিকস) সহকারী অধ্যাপক-কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।ডা:মো:রাশেদুল হাসান রিপন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) এম ডি (চেষ্ট) জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল, মহাখালী,ঢাকা।ডা:মাহমুদ সুলতান এমবিবিএস(ঢাকা)সিসিডি(বারডেম)।ডা: মুহা:আরিফ রেজা(এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)-এম এস (নিউরোসার্জারি)সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল।ডা.উম্মে সালমা(এমবিবিএস,কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা)।ডা:আব্দুল হক তুরান এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),ডি এ (এনেস্থেসিয়া) কনসালটেন্ট,কুষ্টিয়া সদর হাসপাতাল।ডা: বিপ্লব হোসেন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএস (মেডিসিন) কনসালটেন্ট জাতীয় নিউরোসায়েন্স ইনষ্টিটিউট ও হাসপাতাল।ডা: জাগরন সরকার এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ।ডা:শাহ মখদুম শরীফ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এম এস (অর্থোপেডিক্স, ফেজ-এ), নিটোর,ঢাকা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দৌলতপুর।ডা:রেজাউল করিম শেফা এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস পার্ট-২(শিশু), বিএসএমএমইউ,ঢাকা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা।ডাঃ মেহেদি হাসান নিভেল এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা: আশিকুল আলম শুভ(এমবিবিএস-বিএমসিএইচ)।ডা: মামুন হোসেইন,এমবিবিএস,এসসিপিএস(১ পর্ব)।ডা:মো:সাজিম(ফাইনাল ইয়ার,ময়মনসিংহ মেডিক্যাল কলেজ)।ডেন্টিস্ট মো:শিশির।ভয়েস অফ ফিলিপনগরের বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৪ ক্যম্পেইনটি সঞ্চালনা করেন “ভপ”এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান,সহযোগিতায় সিনি: সহ সভাপতি আবজাউল আলম খাজা,সহ সভাপতি কাজল সরকার,রকুনুজ্জামান খোকন,মাহাবুল ইসলাম,আমানুল্লাহ আমান,আশরাফুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার আহমেদ সঞ্চয় সহ আরো অনেকে।সার্বিক সহযোগীতায় ভয়েস অফ ফিলিপনগরের সকলেই।

আপনার মতামত লিখুন :