কুষ্টিয়া দৌলতপুরে সামাজিক সংগঠন ভয়েস অফ ফিলিপনগরের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৩


আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের সামাজিক সংগঠন “ভয়েস অফ ফিলিপনগর” এর উদ্যোগে প্রতিবারের মত এবারো ঈদ-উল-আযহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন অত্র ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান-ডাক্তাররা। শুক্রবার(৩০-জুন)দৌলতপুর উপজেলার ৩-নং ফিলিপনগর ইউনিয়নের,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।উল্লেখিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটি উদ্বোধন করেন অত্র ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান,কুষ্টিয়া-১,দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আ.কা.ম.সরওয়ার জাহান বাদশা-এমপি।উপস্থিত ছিলেন ফিলিপনগরের কৃতি সন্তান মানুষ গড়ার কারিগর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক জানাব আবু তাহের,জনাব মতিউর রহমান(সাবেক অধ্যক্ষ ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ),ফিলিপ নগর ইউনিয়নের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু,সাবেক চেয়ারম্যান ফিলিপনগর ইউনিয়ন নুরুর রহমান,বশির উদ্দিন বিরাজ সহ আরো স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ফিলিপনগরের কৃতি সন্তানরা ও ডা:মো: শহিদুল্লাহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য ) এম এস (অর্থোপেডিকস) সহকারী অধ্যাপক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,ডা: আবু সায়েম এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি) সহকারী অধ্যাপক জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউট ও হাসপাতাল, ঢাকা,ডাঃ এস এম মুসা কবির এমআরসিপি (ইউকে) কনসালটেন্ট মেডিসিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,ডা: বজলুর রশীদ সুমন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম ডি (নিউরোমেডিসিন) ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতাল,ডা: মো: রাশেদুল হাসান রিপনএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম ডি (চেষ্ট) জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা,ডা: মুহা: আরিফ রেজা(এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), এম এস (নিউরোসার্জারি) সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল,
ডা: আব্দুল হক তুরান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি এ (এনেস্থেসিয়া) কনসালটেন্ট, খোকশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা: বিপ্লব হোসেন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) কনসালটেন্ট জাতীয় নিউরোসায়েন্স ইনষ্টিটিউট ও হাসপাতাল,ডা: জাগরন সরকার এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ,ডা: সরোয়ার জাহান বাদশা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম এস (ইউরোলজি) কোর্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,ডা: শাহ মখদুম শরীফ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এম এস (অর্থোপেডিক্স, ফেজ-এ), নিটোর, ঢাকা। মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর,ডা: রেজাউল করিম শেফা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস পার্ট-২ (শিশু), বিএসএমএমইউ, ঢাকা। মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা,ডাঃ মেহেদি হাসান নিভেল এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুজিবনগর, মেহেরপুর,ডা: মামুন হোসাইন এমবিবিএস (এফসিপিএস মেডিসিন) ১ম পর্ব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,ডা: লিটা পারভীন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডিডিভি, (বিএসএমএমইউ) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,ডা: শামরিন সুলতানা তৃনা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম এস (গাইনী) কুষ্টিয়া মেডিকেল কলেজ,ডা: ফাতেমা মহুয়া এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঘা রাজশাহী,ডাঃ নাজিয়া নীনা এমবিবিএস ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা,ডা: মরিয়ম মমতাজ মিম এমবিবিএস ডেলটা মেডিকেল কলেজ,ডা: সাবরিনা আক্তার সারা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস পার্ট-২ (শিশু), বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা: রিয়াজুল জান্নাত অঙ্গনা এফসিপিএস পার্ট-২ (ইন্টারনাল মেডিসিন) এমআরসিপি (ইউকে,চলমান) মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর।ভয়েস অফ ফিলিপনগরের বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৩ ক্যম্পেইনটি সঞ্চালনা করেন “ভপ”এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান,সহযোগিতায় সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার আহমেদ সঞ্চয় সহ আরো অনেকে। সার্বিক সহযোগীতায় ভয়েস অফ ফিলিপনগরের সকলেই।