কুষ্টিয়া দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজে বাঁধা,আহত-১,থানায় মামলা,বাবা-ছেলে পলাতক


আব্দুস সবুর ঢাকা:
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের পূর্ব বাহিরমাদী গ্রামে, বাহিরমাদী মোড় থেকে সিরাজ নগর পর্যন্ত সরকারের উন্নয়নের অংশ-বিশেষ পিচ ঢালাইয়ের একটি রাস্তার কাজ চলমান অবস্থায় অবৈধভাবে নিজের বাড়িতে যাতায়াতের রাস্তা করে দেওয়ার জন্য দাবি করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী শফিউল ইসলাম এর কাছ থেকে ঐ এলাকার কুখ্যাত মাদকের ডিলার,রোহিঙ্গার জামাই ও একাধিক দোষগ্রাহী মামলার আসামী শীর্ষ ইয়াবার ডিলার,অস্রবাজ হানিফ ও তার ছেলে স্বজল।বুধবার সকাল আনুমানিক ১১ টার সময় এঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।ঠিকাদারী প্রতিষ্ঠানের ঐ কর্মচারী শফিউল ইসলাম তাদের অবৈধ দাবি মানতে অস্বীকৃতি জানালে হানিফ ও তার ছেলে স্বজল সহ তাদের মাদক সিন্ডিকেটের সদস্য ও ক্যাডার বাহিনীরা মিলে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করা সহ ওই কর্মচারীর একটি পা ভেংগে দেয়।খবর শুনে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ কর্মচারীকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে।পরে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী কর্মচারী শফিউল ইসলাম একটি মামলা দায়ের করেন মাদক ইয়াবা ব্যবসায়ী-একাধিক দোষগ্রাহী মামলার আসামি হানিফ ও তার ছেলে-মাদক আমদানি-বহনকারী ছেলে-ক্যডার স্বজলের নাম উল্লেখ সহ আরো ৫/৬ জনের নামে।মামলা দায়ের করার পরেই ঘটনা স্থলে উপস্থিত হয় এস এই চিরন্জিৎ সহ সঙ্গীয় ফোর্স।উক্ত ঘটনায় হানিফ ও স্বজল ক্ষিপ্ত হয় কর্তব্যরত অফিসার সহ সঙ্গীয় ফোর্সদের উপর অতর্কিত হামলা চালায়। পরে কোন দিশে না পেয়ে এস আই চিরন্জিৎ সহ সঙ্গীয় ফোর্স মাদক ব্যবসায়ী-ইয়াবার ডিলার ও একাধিক দোষগ্রাহী মামলার আসামি হানিফ ও তার ছেলে স্বজলকে আটক করার লক্ষ্যে হাতে হাতকড়া পরাতে গেলে ধস্তাধস্তি করে তাদের নিজ বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায় তারা।এমন ঘটনার পরবর্তীতে এসআই চিরন-জিৎ তাহার উর্ধতন কর্মকর্তাদের দ্রুুত বিষয়টি অবগত করেন।তাৎক্ষণাৎ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন হয় ও পরে মাদক ব্যবসায়ি হানিফের বাড়ির পাশের মাঠ থেকে হাতকড়াটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এজাহার নামিও আসামী হানিফ ও স্বজল পুলিশের হাতকড়া নিয়ে পালানোর পরে তাদের বাড়ির পিছনের মাঠ থেকে হাতকড়াটি ফেলে চলে যায়। পরে মাঠের ভিতরে পড়ে থাকা অবস্থায় উক্ত হাতকড়া উদ্ধার করা হয়।তিনি আরো জানান, হানিফ ও স্বজল সহ তাদের সহযোগিদের ধরতে অভিযান এখনো চলমান অব্যাহত আছে,আসামী গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ,গ্রেফতার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।