কুষ্টিয়া দৌলতপুরে ভয়েস অফ ফিলিপনগর”এর উদ্যোগে বৃক্ষরোপন-২০২৩

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:51 PM, 31 July 2023

আব্দুস সবুর:

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা “ভয়েস অফ ফিলিপনগর” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া দৌলতপুরের “ভয়েজ অফ ফিলিপনগর” এর সদস্যবৃন্দ।মানুষের মৌলিক চাহিদাগুলো, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন।বৃক্ষরোপণ-২০২৩,(আম সহ অন্যান্য) বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্ব-প্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য। এই বর্ষায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এর প্রাণ ও প্রকৃতির কথা ভেবে আমগাছ সহ অন্যান্য বৃক্ষ রোপণের মহৎপ্রাণ উদ্যোগ গ্রহন করেছেন”ভয়েস অফ ফিলিপনগর’’, উদ্যোগটির সফলতায় কাজ করছে দৌলতপুর উপজেলা ফিলিপনগর এর অন্যতম সামাজিক উন্নয়ন সংগঠক “ভয়েজ অফ ফিলিপনগর”। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।” ভয়েজ অফ ফিলিপনগর”এর সভাপতি ডা: রাশেদুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক ডা আরিফ রেজা সহ ভপ-কমিটির উপস্থিতে উদ্বোধনী আয়োজনটি আলোকিত ও স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপন করেনফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর,ফিলিপনগর ইসলামীয়া মাদ্রাসা চত্বর,ফিলিপনগর দাখিল মাদ্রাসা সহ অত্র এলাকার বিভিন্ন স্থানে।উপস্থিত ছিলেন “ভয়েজ অফ ফিলিপনগর” এর আবজাউল ইসলাম খাজা(সিনি: সহ সভাপতি), আমান উল্লাহ্(যুগ্ম সাধারণ সম্পাদক),ডা: আব্দুল হক তুরান(কার্য নির্বাহী সম্পাদক),ওয়াসিম কবিরাজ(কার্য নির্বাহী সম্পাদক),আল আমিন(সাংগঠনিক সম্পাদক)সহ আরো “ভয়েজ অফ ফিলিপনগর” এর দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।এছাড়াও উপস্থিত ছিলেন ফিলিপনগর

ইসাহক আলী(সমাজ সেবক),ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,ফিলিপনগর দাখিল মাদ্রাসার সুপার-ইউনুস আলী,ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহি উদ্দীন,শরিফুল ইসলাম (সহকারী শিক্ষক ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়),ফিলিপনগর ইউনিয়নের ১ নং ইউ’পি সদস্য মামুনুর রশীদ মামুন,ফজলুর রহমান ফজলু,তুষার,শাহিনুর রহমান(উদ্যোক্তা),শিহাব উদ্দীন(উদ্যোক্তা),বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে সংক্ষিপ্ত আলোচনায়”ভয়েজ অফ ফিলিপনগর” এর সভাপতি ডাক্তার রাশেদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক ডা : আরিফ রেজা বলেন, ফিলিপনগর তথা সুদুর প্রসারী সবুজায়নের প্রচেষ্টায় কাজ করবে ভপ’এর সকলে, আয়োজকদের মধ্য থেকে বৃক্ষরোপণের সমন্বয়ক সকলে জানান এবারে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যাতে বেশি মনোনিবেশ থাকবে আমাদের স্বেচ্ছাসেবকদের৷ আমরা ফিলিপনগর তথা দৌলতপুর উপজেলার সকল সেবামূলক প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করবো এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রুপদান করা হবে৷

আপনার মতামত লিখুন :