কুষ্টিয়া দৌলতপুরের কৃতি সন্তান,ঢাকাস্থ দৌলতপুর সমিতির কার্যকরী নির্বাহী সদস্য লেফটেন্যান্ট পদে পদোন্নতি 

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  04:51 PM, 02 June 2023

আব্দুস সবুর ঢাকা :

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃতি সন্তান, দৌলতপুরের গর্ব আমাদের “”দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা” এর সম্মানিত কার্যকরী সদস্য মো: হুমায়ুন কবীর (পল্টু) বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কমান্ডার (মেজর সমমর্যাদা) পদে পদোন্নতি লাভ করেন। বৃহস্পতিবার (১ জুন/২৩) চট্টগ্রামের বিএনএস ঈসা খা ঘাঁটিতে কমচিট অফিসে লেফটেন্যান্ট কমান্ডারের ব্যাজ পরিয়ে দেন চট্রগ্রাম নৌ অঞ্চলের

প্রধান রিয়ার এ্যাডমিরাল মামুন চৌধুরী। উল্লেখ্য যে, মোঃ হুমায়ূন কবীর ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনী তে কমিশনপ্রাপ্ত লাভ করেন । তিনি দৌলতপুর উপজেলার স্বনামধন্য “ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়” এর সাবেক প্রধান শিক্ষক ও সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান প্রয়াত মো: নাসির উদ্দিন মাস্টারের মেজো ছেলে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।ঢাকাস্থ
দৌলতপুর উপজেলা সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার মতামত লিখুন :