কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে বিশিষ্ট মাদক সম্রাট লালন ফেন্সিডিল সহ আটক 

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  11:15 PM, 12 June 2023

 

আব্দুস সবুর ঢাকা :

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডি,বি) কুষ্টিয়া সফল অভিযানে ৪২( বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিল ও ব্যাটারী চালিত একটি পাখি ভ্যান উদ্ধার সহ গ্রেফতার – ০১,কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়া এর সার্বিক তত্বাবধানে এস,আই (নিঃ) মোঃ রবিউল ইসলাম এ এস আই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দৌলতপুর থানাধীন আদাবাড়ীয়া গ্রামস্হ জনৈক মোঃ উজ্জল হোসেনের ইট ভাটার সামনে আদাবাড়ীয়া টু গরুড়া গামী পাকা রাস্তার উপর হইতে আটককৃত আসামী ১/ মোঃ লালন মন্ডল (৩৫) পিতাঃ- মোঃ রহিতুল্লাহ সাং- ধর্মদহ পশ্চিম পাড়া পলাতক আসামী ২/ মোঃ ছাপাত(২৬) পিতাঃ মোঃ লিয়াকত আলী সাং- টলটলিপাড়া উভয় থানাঃ দৌলতপুর জেলাঃ কুষ্টিয়া । উপস্হিত সাক্ষীদের সামনে ধৃত ০১ নং আসামী মোঃ লালন মন্ডল পাখি ভ্যানের উপর থাকা নেপিয়ার ঘাসের নিচেয় বিশেষ কায়দায় সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিল আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার সহ গ্রেফতার করেন।মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানাতে একটি মাদক মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :