কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
আব্দুস সবুর ঢাকাঃ ৪ ঠা মার্চ,২০২৪ ইং বিকাল ৫ টায় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদ্য সম্পন্ন নির্বাচনে জয়ী আইনজীবী নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড. হারুন অর রশিদ এবং বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মুহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি এ্যাড. তানজিলুর রহমান এনাম, দপ্তর সম্পাদক এ্যাড. ওয়ালীউল বারী, গ্রন্থাগার সম্পাদক এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মখলেছুর রহমান পিন্টু, সিনিয়র সদস্য অ্যাড. আক্তারুজ্জামান আক্তার ও মো: মারুফ বিল্লাহ, জুনিয়র সদস্য অ্যাড.সাইফুর রহমান সুমন।এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাড. মঞ্জুরী বেগম, এ্যাড. সানোয়ারা খাতুন সানু, এ্যাড. রুবিনা খাতুন আদর, এ্যাড. লুৎফর রহমান, এ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল।