কুষ্টিয়া জেলা গোয়েন্দা ‘ডিবি’পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ শত পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  02:35 AM, 15 March 2024

আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০(দুইশত)পিচ অবৈধ নেশাজাত টাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ী আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা’ডিবি’পুলিশের অভিযানিকদল।জেলা গোয়েন্দা শাখা ‘ডিবি’র মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৪/০৩/২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় দৌলতপুর থানাধীন হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সাকিনস্থ নাসির বিশ্বাস বে-সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে মূল গেটের পূর্ব পাশে ফাঁকা জায়গায় ভেড়ামারা হতে দৌলতপুর গামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশে হইতে আসামী মোঃফারুক হোসেন (৫৩),পিতা-মৃত আব্দুল আজিজ,সাং-মিরপুর ঘাটপাড়া(আল্লারদর্গা),থানা-দৌলতপুর,জেলা-কুষ্টিয়ার হেফাজত হতে ২০০ (দুইশত) পিচ অবৈধ নেশাজাত ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন এসআই(নিঃ)/সনজীব ঘোষ সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অবৈধ নেশাজাত টাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।উল্লেখিত অভিযান বিষয়ে অফিসার ইনচার্জ কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার মোঃমাহফুজুল হক চৌধুরী “পিপিএম”এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের কুষ্টিয়া পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব,বিপিএএ,বিপিএম,পিপিএম(বার)(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মহোদয় এর নির্দেশনায় মোঃতারেক জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)কুষ্টিয়া(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)এবং পলাশ কান্তি ণাথ অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন এ্যান্ড ক্রাইম কুষ্টিয়া(পুলিশ সুপার পদে পদোন্নতি)এর তত্ত্বাবধানে ও স্যারের সঠিক দিক নির্দেশনায় এ অভিযান সফল হয়েছে,মাদক ব্যবসার সাথে জড়িত ব্যাক্তি সে যেই হোক,কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন সে মোতাবেক কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করার লক্ষ্যে সঠিক তথ্যের ভিত্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :