কুষ্টিয়া জেলা গোয়েন্দা ‘ডিবি’পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক-২
আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া জেলা পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুই মাদক ব্যাবসায়ী আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা’ডিবি’পুলিশের অভিযানিকদল।জেলা গোয়েন্দা শাখা ‘ডিবি’গোপন সংবাদের ভিত্তিতে১৪/০৩/২০২৪ ইং তারিখ দুপুর ০৩:০৫ ঘটিকায় দৌলতপুর থানাধীন শেরপুর গ্রামস্থ জনৈক আশরাফ আলীর বাড়ীর সামনে দৌলতপুর হতে মিরপুর গামী পাকা রাস্তার পূর্ব পাশে মাদক লেন-দেনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।মাদকসহ গ্রেফতারকৃত ব্যাক্তিরা পাবনা জেলার,পাবনা সদর উপজেলার,তিনগাছা রাজাপুর বাবুর বাগান গ্রামের মৃত ভাসা প্রামানিকের ছেলে আরিফুল ইসলাম(২৮) এর হেফাজতে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৪০(চল্লিশ)বোতল ও একই ঠিকানস্থ মৃত লুৎফর প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম(৪০)এর হেফাযতে ৩০(ত্রিশ)বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ উপস্থিত সাক্ষীগনের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।গ্রেফতারকৃত দুই আসামির কাছ থেকে সর্বোমোট ৭০(বোতল)ফেন্সিডিল পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই ব্যাক্তি মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন এসআই(নিঃ)/মোঃরবিউল ইসলাম সঙ্গীয় অফিসার এ এস আই (নিঃ)/মোঃআশরাফুল ইসলাম ও ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভারতীয় অবৈধ ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।উল্লেখিত অভিযান বিষয়ে অফিসার ইনচার্জ কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার মোঃ মাহফুজুল হক চৌধুরী”পিপিএম”এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের কুষ্টিয়া পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব,বিপিএএ,বিপিএম,পিপিএম(বার)(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মহোদয় এর নির্দেশনায় মোঃতারেক জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)কুষ্টিয়া(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)এবং পলাশ কান্তি ণাথ অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন এ্যান্ড ক্রাইম কুষ্টিয়া(পুলিশ সুপার পদে পদোন্নতি)এর তত্ত্বাবধানে ও স্যারের সঠিক দিক নির্দেশনায় এ অভিযান সফল হয়েছে,মাদক ব্যবসার সাথে জড়িত ব্যাক্তি সে যেই হোক,কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন সে মোতাবেক কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করার লক্ষ্যে সঠিক তথ্যের ভিত্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে।