কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ২৩০(দুইশত ত্রিশ)পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার-১


আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব,বিপিএএ,বিপিএম,পিপিএম(বার),(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),এর নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মো: মাহফুজুল হক চৌধুরী পিপিএম, নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার এ এস আই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা,কুষ্টিয়া একটি চৌকস টিম ভেড়ামারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ইয়ারুল সরদার এর বাড়ীর সামনে পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হইতে আসামী মোঃ সুজন শাহ (৪১),পিতা-মৃত আবুল কাশেম শাহ,মাতা-মোছাঃ ছখিনা খাতুন,সাং-বামনপাড়া থানা-ভেড়ামারা,জেলা-কুষ্টিয়া এর হেফাজত হতে উপস্হিত স্বাক্ষীদের সামনে ২৩০(দুইশত ত্রিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।এ সংক্রান্তে ভেড়ামারা থানায় মামলা প্রক্রিয়াধীন।