আব্দুস সবুর ঢাকাঃ কুষ্টিয়া জেলা পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ী আটক।২২/০২/২০২৪ ইং তারিখ দুপুর ১:৫৫ ঘটিকায় জেলা গোয়েন্দা ডিবি গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা এলাকার ত্রিমোহনী বাইপাস গোল চত্তর এর পশ্চিম পার্শ্বে ভেড়ামারা গামী পাকা রাস্তার পাশে মাদক লেন-দেনের খবর পেয়ে তাসিন হোটেল এর সামনে হইতে রাজবাড়ী জেলার,কালুখালী উপজেলার,দক্ষিণ বোয়ালিয়া(বোয়ালিয়া ইউনিয়ন)এর মৃত:সামসুল মন্ডলের ছেলে জাহিদ মন্ডল(৪৫) কে সত্তর বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা(ডিবি)'র অভিযানিকদল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদকের সাথে জড়িত এ কথা স্বীকার করেন।ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে উল্লেখিত মাদকের সাথে জড়িত দুইজন ব্যাক্তি কৌশলে পালিয়ে যায়।পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভারতীয় অবৈধ ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন।অভিযানের নেতৃত্ব প্রদান করেন এসআই(নিঃ)মো:মশিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।উল্লেখিত অভিযানের বিষয়ে অফিসার ইনচার্জ,কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা,মোঃমাহফুজুল হক চৌধুরী "পিপিএম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের কুষ্টিয়া পুলিশ সুপার স্যার(অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) এর পূর্বের নির্দেশ মোতাবেক ও স্যারের সঠিক দিক নির্দেশনায় এ অভিযান সফল হয়েছে,মাদকের ব্যবসার সাথে জড়িত ব্যাক্তি সে যেই হোক,কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবেনা,পলাতক আসামিকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।এসআই(নিঃ)মো:মশিউর রহমান কাছে অভিযান বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা,এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন সে মোতাবেক কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করার লক্ষ্যে সঠিক তথ্যের ভিত্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে।