কুষ্টিয়া খোকসা উপজেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-শাফি উল্লাহ


ঢাকা নিউজলাইন ডেস্কঃ কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন এর ডাক্তার পরিবারের সন্তান-খোকসা উপজেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-শাফি উল্লাহ।২৪ জুলাই ২০২৩ “বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩” স্লোগানঃ “জেন্ডার সমতাই শক্তিঃনারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারনে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন” ও মাসিক সমন্বয় সভা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সম্মানীত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জান্নাতুল কাওছার মহোদয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব বাবুল আক্তার মহোদয়। বিশেষ অতিথি হিসাবে ছিলেন UH& FPO জনাব ডাঃ কামরুজ্জামান সোহেল মহোদয় ও মেডিকেল অফিসার এম সি এইচ জনাব ডাঃ রাহুল কর।উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য কুষ্টিয়ার খোকসা উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছে।