কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার সরঞ্জামীসহ ৫ জন জুয়ারী আটক


আব্দুস সবুর ঢাকা :
সোমবার (২২ মে, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ মোহসীন হোসাইন অফিসার ইনচার্জ, কুমারখালী থানার সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ বিল্লাল হোসেন খান সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ব্যাপক অভিযান করে ধৃত আসামীরা ১। মোঃ খোকন (৩২), পিতা- আব্দুল জব্বার, ২. মোঃ সুজন (২৫), পিতা-জোয়াদ আলী, ৩. মোঃ সাদেক (৪০), পিতা-মৃত আনছার আলী, ৪. মোঃ সুলতান (৩২), পিতা- শহিদুল শেখ, ৫. মোঃ মিলন (৪০), পিতা-আকবর শেখ সর্ব সাং- বিলকাটিয়া, ইউনিয়ন-যদুবয়রা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এবং তাহাদের হেফাজত হইতে উদ্ধার ও জব্দকৃত (ক) লাল, সবুজ ও সাদা রংয়ের প্রিন্টের ০২ (দুই) সেট ১০৪ (একশত চার) পিচ তাস (খ) ০৪ (চার) জোড়া বিভিন্ন রংয়ের স্যান্ডেল (পুরাতন) (গ) সর্বমোট জুয়া খেলার ১,০৯৫/- (এক হাজার পঁচানব্বই) টাকাসহ গ্রেফতার করা হয়। যদুবয়রা পুলিশ ক্যাম্পের সাধারন ডাইরী নং-৪২৭, তারিখ- ২২/০৫/২০১৩ খ্রিঃ মুলে কুমারখালী থানাধীন ৮নং যদুবয়রা ইউনিয়নে বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-২২/০৫/২০১৩ তারিখ রাত্র ২১.৪৫ ঘটিকার সময় কুমারখালী থানাধীন লালন বাজারের অবস্থান করাকালীন সময় এসআই মোঃ বিল্লাল হোসেন খান গোপন সংবাদ পায় যে, কুমারখালী থানাধীন ৮নং যদুবয়রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিলকাটিয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ খোকন মিয়ার চায়ের দোকান ভিতর হতে জুয়া খেলা করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে এসআই(নিঃ)/মোঃ বিল্লাল হোসেন খান উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ২২/০৫/২০১৩ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থল পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে এসআই বিল্লাল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সরমঞ্জাম সহ ধৃত করে। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কুমারখালী থানার মামলা নং-২৬, তারিখ-২৩/০৫/২০২৩, ধারা- 4, The Public Gambling Act,1867; রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।