কুষ্টিয়া ই’বি থানার ওসি আননূর যায়েদের সফল অভিযানে ৭ কেজি গাঁজার চালান সহ আটক ২

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  07:31 PM, 20 July 2023

আব্দুস সবুর ঢাকাঃ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়(ই’বি)থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ সহ সঙ্গীয় ফোর্সদের সফল অভিযানে ৭ কেজি গাঁজার চালান সহ দুই জন আটক। গতকাল রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ই’বি থানার ওসি আননূর যায়েদ জানতে পারেন দুই জন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড়ো চালান সরবরাহের জন্যে বের হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওসি আননূর যায়েদ তার চৌকশ একটি টিম নিয়ে বেরিয়ে পড়েন এবং মাদকসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলেন কুষ্টিয়া দৌলতপুর থানার বাগোয়ান কান্দিপাড়া গ্রামের মোঃ লিটন মন্ডল এর ছেলে মোঃ টুটুল ইসলাম (২৭) এবং কুষ্টিয়া দৌলতপুর থানার পাকুড়িয়া গ্রামের মোঃ তুফান আলীর ছেলে মোঃ আলামিন (৩৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)১৯(খ) ধারাতে মামলা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ই’বি) থানাতে।মামলা নং-ই’বি থানা-০৮/১০৩।তারিখ ২০/০৭/২০২৩,এবিষয়ে ই’বি থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাওয়া হলে তিনি ঢাকা নিউজলাইনকে বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের বিশেষ নির্দেশনায়,অভিযানিক দলের অক্লান্ত পরিশ্রমে অভিযান পরিচালনা সফল করেছি।আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়(ই’বি)থানা মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :