কুষ্টিয়ার হরিপুরে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি জুয়া সিন্ডিকেটের প্রধান সুমন গংদের বিরুদ্ধে থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের ওমর আলী প্রামানিক হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের মেয়ে জেসমিন আক্তার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।হরিপুর বোয়ালদাহ গ্রামের জুয়া সিন্ডিকেটের মুলহোতারা হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই হত্যা মামলার বাদি কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জুয়া সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে জিডি সূত্র ১ ) মোঃ সুমন ( ৩০ ) , পিতা – জুব্বার সরদার , সাং – থানাপাড়া ( মৌবনের পিছনে ) , থানা – কুষ্টিয়া সদর , ২ ) মোঃ বেলাল ( ৩৮ ) , পিতা – মৃত মুনফুর মোল্লা , সাং – বানিয়াপাড়া , ৩ ) মোঃ নান্নু ( ৩৫ ) , পিতা – বাদশা মোল্লা , ৪ ) মোঃ সাইফুল ( ৩০ ) , পিতা – মৃত সেকেন মোল্লা , উভয় সাং – চরবানিয়াপাড়া , সর্ব থানা – কুমারখালী , জেলা – কুষ্টিয়াদের বিরুদ্ধে সাধারণ ডায়েরীর আবেদন করিতেছি যে , গত ইং ১৯/০৫/২০২৩ তারিখে কুষ্টিয়া মডেল থানাধীন কান্তিনগর গ্রামে মারামারির ঘটনায় আমার পিতা ওমর আলী প্রামানিক ( ৬৫ ) আসামীগণ কর্তৃক গুরুত্বর আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করেন । উক্ত হত্যার ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আমি বাদী হইয়া কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করি । যাহার মামলা নং -৩৬ , জি.আর -২৭০ / ২৩ , ধারা -১৪৩ / ৩২৩ / ৩২৪ / ৩২৫ / ৩২৬ / ৩০২ / ৩০৭ / ৫০৬ ( ২ ) / ১১৪ / ৩৪ পেনাল কোড । বর্তমানে উক্ত মামলার আসামীগণ পলাতক রয়েছে । উক্ত মামলা পায়েরের পর হইতে উল্লেখিত বিবাদীগন মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শন করে আসছে । এরই ধারাবাহিকতায় ইে ২৩/০৫/২০২৩ তারিখ ভোর অনুমান ৩৫.০০ ঘটিকার সময় বিবাদীগণ আমাদের বাড়ীর সামনে রাস্তার উপর উপস্থিত হইয়া আমাকে উক্ত মামলা তুলে নেওয়ার প্রাণ নাশের হুমকি প্রদর্শন করিয়া বলে যে , ” তুই যদি উক্ত মামলা তুলে না নিস , তাহলে তোকে সহ তোর পরিবারের লোকজকে জানে মেরে ফেলবো । এমতাবস্থায় বিবাদীদের হুমকি ধামকিতে আমি সহ আমার পরিবারে লোকজন আতংকে দিন কাটাচ্ছি।