কুষ্টিয়ার হরিপুরে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-২, আহত-১০

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  07:35 AM, 20 May 2023

আব্দুস সবুর ঢাকা :

কুষ্টিয়ার হরিপুরে আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ওমর আলী ও মিরাজ হোসেন নামে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। সংঘর্ষের ঘটনায় আহত ব্যাক্তিরা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন ।গতকাল ১৯ই মে-২৩ শুক্রবার রাত পৌনে আটটার দিকে বোয়ালদহ কান্তিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়,কুষ্টিয়া শহরের পার্শ্ববর্তী এলাকা বোয়ালদহ কান্তিনগর মোড়ের বাসিন্দা আব্দুল মান্নান গ্রুপ ও সাহেব আলী গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।এদিকে উভয় পক্ষের মধ্যে ১০/১২জন গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে ওমর আলী নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । উক্ত সংঘর্ষের ঘটনায় রাত দশটার দিকে মিরাজ হোসেন নামে আরো একজন মারা যান। এই সংঘর্ষের ঘটনায় নিহত দুজন দুই গ্রুপের বলে জানা গেছে।এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, কি কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে দুজন নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।উক্ত সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :