কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের আহাম্মদপুর গ্রামে ১দিনের ব্যবধানে আবারো অগ্নিকাণ্ড ! প্রায় ৭ কোটি টাকা ক্ষতির দাবি ভুক্তভুগী

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  04:37 AM, 14 April 2023

আব্দুস সবুর ঢাকা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৯নং পোড়াদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আহাম্মেদপুর গ্রামের অগ্নিকাণ্ডে ১ টি বাড়ী সহ আনুমানিক ১০০বিঘা পানের বরজ সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়রা সূত্র জানিয়েছেন, আজ বুধবার দুপুর ১টার সময় এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, মোঃ আশাদুলের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হাতে পারে। আগুনের বিষয়ে জানতে চাইলে আশাদুল (৫০) বলেন আমার বাড়ী পুড়ে ও মালামাল পুড়ে গেছে, আমি বলতে পারবোনা যে এই আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে।

আশাদুল বলেন কিভাবে আগুন লেগেছে বুজতে পারছি না, দৌড়ে গিয়ে দেখি আমার বাড়ির পাশে পানের বরজে আগুন জ্বলছে। ধারনা করছি পানের বরজ থেকে আগুন লেগেছে। আমি দৌঁড়ে গিয়ে দেখি দাউদ দাউদ করে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যে ঘরের ব্যড়া পর্যন্ত আগুন জ্বলে উঠেছে। আমি সব কিছু ফেলে চিৎকার করতে করতে বাড়ির বাইরে চলে আসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ । আমরা গ্রামবাসি সকলে মিলে আগুন নিভনোর চেষ্টা করে কিছুই করতে পারিনি । মিরপুর-কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ২ ইউনিট এস আগুন নিয়ন্ত্রন করে।এসময় ৯নং পোড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান জন তারুণ্যের নিউজ ডট কমকে জানান ‘অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা প্রদান করি এবং মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরফিন ঘটনাস্থান পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :