কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের বাহিনী সদস্য আক্তারুল গ্রেপ্তার,বাড়ি থেকে অস্ত্র-বুলেট,রামদা জব্দ

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:10 AM, 15 May 2025

ঢাকা নিউজলাইন ডেস্কঃ কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের “ফিলিপনগর মরিচা ডিগ্রী কলেজ পাড়া”র গফুর সরদারের ছেলে,বাহিনী সদস্য আক্তারুলের বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-বুলেট সহ রামদা উদ্ধার।আক্তারুল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলনেতা।বুধবার রাত-ভোর সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ ও তল্লাশীরপর তাঁর দেওয়া তথ্যমতে,আক্তারুলের বেডরুমের তোশকের নিচ থেকে একটি দেশী তৈরি ওয়ান শ্যুটারগান,তিন পিচ গুলি ও দুইটা রামদা উদ্ধার করে অভিযানিকদল।এ বিষয়ে দৌলতপুর থানাতে একটি অস্র আইনে মামলা হয়েছে,মামলা নম্বর-২৫,তারিখ-১৪/০৫/২০২৫।
স্থানীয় সূত্রে জানাগেছে,আক্তারুল ফিলিপনগর ইউনিয়নের প্রয়াত সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর অন্যতম সদস্য।আক্তারুলের দুই ভাতিজা কিশোরগ্যাং সন্ত্রাসী হাচিনুর ও হাবিবুর তাঁর প্রধান সেনাপতি।৫-ই-আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন বাহিনীর দৌরাত্ম্য বেড়েই চলে,তাঁরমধ্যে সকল সন্ত্রাসী,চাঁদাবজি,দখলবাজি কর্মকান্ডের সাথে আক্তারুল সহ তাঁর দুই ভাতিজা হাচিনুর এবং হাবিবুর ওতপ্রোতভাবে জড়িত।তথ্যমতে রাজনৈতিক ভাবে- সন্ত্রাসী আক্তারুল কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা,বাচ্চু মোল্লার ভাই শামীম মোল্লা,বাচ্চু মোল্লার ছেলে শিশির মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান-বিল্লাল,এদের সক্রিয় অনুসারী।এছাড়া ফিলিপনগর ইউনিয়নের প্রয়াত নঈম উদ্দিন সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামী(জামিনপ্রাপ্ত),কিশোরগ্যাং ও সন্ত্রাসী টুকু বাহিনীর সক্রিয় সদস্য-রাসেল,লালন,ইরাক ও অন্যান্য সদস্যদের সকল অপকর্মের মাষ্টারমাইন্ড হিসেবে কাজ করেন এই আক্তারুল।উল্লেখিত বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,রাতে সেনাবাহিনী ও থানাটীমের অভিযানে ফিলিপনগর ইউনিয়নের একজনকে গ্রেপ্তার করা হয়েছে,অস্র আইনে মামলা হয়েছে,আসামী জেলহাজতে প্রেরন করা হয়েছে,অপরাধী যেই-হোক-কোনো ছাড় দেওয়া হবেনা।

আপনার মতামত লিখুন :