কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাধ্যমে উপজেলা ব্যাপী বিভিন্ন মানুষকে ঈদ উপহার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বুধবার সকালে নিজ বাসভবন প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এসময় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটন,রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু,
হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান লস্কর, উপজেলা আওয়ামী লীগের জাহিরুল ইসলাম সহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন, সংকটাপন্নদের ঈদ উপহারের জন্য দু’হাজার পিস নতুন কাপড় বিতরণ করা হয়।