কুষ্টিয়ায় সদর থানায় যোগদানের মাস পেরোতেই খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহাদৎ হোসেন ও ২ সহকর্মী
আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়া মডেল থানায় যোগদানের মাস পেরোতেই খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন শাহাদৎ হোসেনসহ- ২ সহকর্মী এসআই সুফল সরকার ও এএসআই শাহীন হোসেন।
৮ মে বেলা ৩ টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তার হাতে এই শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। একই অনুষ্ঠানে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসাবে পুরষ্কার প্রাপ্ত হন কুষ্টিয়া মডেল থানার এসআই সুফল
সরকার ও এএসআই শাহিন
হোসেন তাদের হাতেও শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম।
উল্লেখ্য, গত এপ্রিল মাসের খুলনা রেঞ্জের পারফরম্যান্স বিবেচনায় তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।