কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় ২৩ টি প্লাস্টিক বস্তায় ১২৬৫ কেজি একানি ও ০৬ টি মোটর সাইকেল উদ্ধার

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  11:53 PM, 01 May 2023

আব্দুস সবুর ঢাকা :

করেছে বিজিবি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০১ মে ২০২৩ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ঘাট নামক স্থানে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম , পিএসসি এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন বিজিবি সদস্যগণ দেখতে পায় যে , কয়েকজন চোরাকারবারী কয়েকটি মোটর সাইকেলযোগে বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে কিছু মালামাল বহন করছে । তৎক্ষনাৎ বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে তারা মোটর সাইকেল ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায় । পরবর্তীতে বিজিবি টহলদল স্থানীয় জনগণের উপস্থিতিতে মালিকবিহীন অবস্থায় ২৩ টি প্লাস্টিক বস্তায় ৫৫ কেজি করে সর্বমোট ১২৬৫ কেজি একানি ( মাছের খাবার ) এবং ০৬ টি মোটর সাইকেল উদ্ধার করে । উদ্ধারকৃত একানি ( মাছের খাবার ) এবং মোটর সাইকেলের আনুমানিক সিজার মূল্য- ১০,৯৯,৫০০ / – টাকা । এই বিষয়ে দৌলতপুর থানায় জিডি এন্টির কার্যক্রম চলমান রয়েছে ।

আপনার মতামত লিখুন :