কুষ্টিয়ায় মন্টু কাটারীর বিরুদ্ধে একেরপর এক প্রতারণার অভিযোগ পাওনাদারদের টাকা প্রদান না করে উল্টো প্রাণনাশের হুমকি প্রদান

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  10:06 AM, 10 July 2023

সাইফ উদ্দীন আল-আজাদ,কুষ্টিয়া:

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন এলাকার মোঃ মুঞ্জুরুল ইসলাম মন্টু কাটারীর বিরুদ্ধে একেরপর এক প্রতারণার অভিযোগ উঠেছে, গত কয়েকবছর ধরে বিদেশ পাঠানোর নাম করে একে একে ৩০ থেকে ৪০ জন খেটে খাওয়া গরীব দিনমজুর অসহায় মানুষদেরকে বড় বড় চাকরীর প্রলোভন ও বিদেশ পাঠিয়ে ভালো বেতনের ব্যবস্থা করে দেওয়ায় কথা বলে জন প্রতি ৪থেকে ৫ লক্ষ্য টাকা নিয়েছেন এই মন্টু কাটারী। এই মুঞ্জুরুল ইসলাম অর্ফে মন্টু কাটারী এক সময় পুলিশের চাকরী করতেন অতঃপর সেখান থেকে বের হয়ে একেরপর এক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত পুলিশের পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী পাওনাদাররা মন্টু কাটারীর নিকট টাকা ফেরত চাইলে বছরের পর বছর ঘুরিয়ে যাচ্ছেন।এদিকে সরজমিনে গেলে ভুক্তভোগী পলাশ সাংবাদিকদের জানান, অসহায় মানুষরা তাদের টাকা ফিরে না পেয়ে আজ দিশেহারা, এর আগে আমরা সংবাদ সম্মেলন করার কারণে এই মন্টু কাটারী আমাদেরকে মুঠোফোনের মাধ্যমে বারবার প্রাণনাশের হুমকি প্রদান করছেন,এবং বলছেন পুলিশ,র্যাব ও সরকারি মহলের উপরস্ত কর্মকর্তারা আমার পকেটে,আর তোরা আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছিস,তোদের একটা একটা করে আমি দেখে নেবো, আর শুনে রাখ সাংবাদিকদের আমি যখন তখন টাকা দ্বারা কিনতে পারি,দুই টাকার সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখে কিছুই করতে পারবেনা। এবিষয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় প্রথমধাপে ২৯জন ভুক্তভোগী একসঙ্গে অভিযোগ করেন,দ্বিতীয় ধাপে ৭জন ভুক্তভোগী ও তৃতীয় ধাপে আবারো ১২জন ভুক্তভোগী অভিযোগ করেন, এরপর ও প্রশাসনের তৎপরতা চোখে পারেনি মর্মে সাংবাদিকদের জানান অসহায় পাওনাদার ব্যক্তিরা। এদিকে এই মন্টু কাটারীর কাছে পাওনাদাররা টাকা ফেরত চাইলে মুঠোফোনে হুমকি ধামকি প্রদানের অডিও ভয়েস রেকর্ড আবারো মিরপুর থানায় জমা দেওয়া হয়। এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান আপনারা প্রশাসনের উপরে ভরসা রাখতে পারেন, আমাদের কাছে সকল তথ্য এসেছে, মন্টু কাটারী যে এতগুলো টাকা নিয়েছেন তার সত্যতা ভয়েস শীকারক্তী ও আমরা পেয়েছি,মন্টু কাটারীর বিরুদ্ধে পাওনাদারদের একাধিক অভিযোগও আমাদের নিকট জমা হয়েছে, সেইসাথে এ বিষয়ে উপরস্থ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কয়েকধাপে কথা আমার হয়েছে,অতিদ্রুত আমরা এটার উপযুক্ত বিচার করতে সক্ষম হব।

আপনার মতামত লিখুন :