কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জন মৃত্যুর রেশ না কাটতেই ঠান্টু নামে এক মাতালের গুলি বর্ষণ !

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  01:15 AM, 25 April 2023

ঢাকা নিউজলাইন ডেস্ক :

ঈদের আমেজে কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জন মৃত্যুর রেশ না কাটতেই ঠান্টু নামে এক মাতালের গুলি বর্ষণ! কুষ্টিয়া শহরের আমলাপাড়ার জগন্নাথ কর্মকারের ছেলে অরুন কর্মকার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে।আজ রাত আনুমানিক ৮ ঘটিকার সময় আমলাপাড়ায় মামুনুর রশিদ ঠান্টুর টিসিবি পণ্যের ম্যনেজার রবিউলের বাড়িতে বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে চিৎকার শুনে রবিউলের কুষ্টিয়া আমলাপাড়া হাসিব ড্রিম স্কুলের সামনের বাড়িতে গেলে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী “অরুন কর্মকার”৷, পিতা-জগন্নাথ কর্মকার (বিন্দার ভাই )-কে।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক ব্যক্তি মদ্যপানের আসরে বসেন প্রায় দিন-ই রবিউলের বাড়িতে, সেই আসরেই মাতলামির ছলে লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করেন অরুণ কর্মকারকে – তার বন্ধু মামুনুর রশিদ

 

ঠান্টু।এ বিষয়ে তথ্যমতে জানা যায়, মামুনুর রশিদ ঠান্টুর সন্ধানে কুষ্টিয়া সদর থানা পুলিশ, থানাপাড়া -বক চত্তর, মিশন স্কুল সংলগ্ন সূচনা হেয়ার এ্যান্ড বিউটি কেয়ার সহ পাশে গম রশিদের বাড়ি ঘিরে রেখেছেন।

আপনার মতামত লিখুন :