কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু


আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার দৈনিক নওরোজ ও ঢাকা নিউজলাইন-কে বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে,১ জনকে ঢাকাতে রেফার্ড করা হয়েছে,১ জনকে রিলিজ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে,আর ২ জন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।তারা বিভিন্ন এলাকার বাসিন্দা।এদিকে হাসপাতালের দায়িত্বরত কুষ্টিয়া মডেল থানার এসআই
সুফল সরকার দৈনিক নওরোজ ও ঢাকা নিউজলাইন-কে বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে,১ জনকে ঢাকাতে রেফার্ড করা হয়েছে,১ জনকে রিলিজ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে,আর ২ জন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে তদন্ত চলছে তদন্তপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ-পরিচালক পারভীন আক্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি।