কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  09:06 PM, 11 June 2023

 

 আব্দুস সবুর ঢাকা:

কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মোহিনী মিলস্ মাঠে ১১জুন ২০২৩ বিকাল ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক সাব্বির মোহাম্মদ কাদেরী সোবু , জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে দর্শক ভর্তি গ্যালারিতে এই খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে । তরুণ সমাজের যুবকদের আমরা মাঠ মুখী করতে চায়। আমরা এই আয়োজন করেছি আগামীতেও আমাদের এই আয়োজন চলমান থাকবে। এই সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে মোট ১৫ টি দল অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :