কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপার আবদুর রকিবের সঙ্গে প্রত্যয় যুব সংঘ নেতৃবৃন্দের সাক্ষাত অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মরমী সাধক ফকির লালন শাহ, সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার সহ অসংখ্য গুনিজনদের স্মৃতিধন্য বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুষ্টিয়ার স্বনামধন্য সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১২ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাত করেন। এসময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের সভাপতি এবং ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এস.এম সুমন, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট নারীনেত্রী শাহনাজ সুলতানা বনি, কার্যনির্বাহী সদস্য কাউসার আলী, নওফিল ইসলাম নিহাদ হাফেজ তাজরীম মাহমুদ, জাবির মাহমুদ, জুবায়ের জোয়ার্দ্দার, সৈকত ইসলাম,আরিফুল ইসলাম।
এসময় প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন সংগঠনের লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে অবহিত করলে, মাননীয় পুলিশ সুপার মহোদয় যে কোন মানবিক ভাল কাজে তারুণ্যের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।
উল্লেখ শিক্ষা, সংস্কৃতি মাদক, বাল্য বিবাহ, মুক্তিযুদ্ধ বিষয় সহ পথশিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি প্রত্যয় যুব সংঘ। বিশেষ করে আত্মহত্যা, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে তাদের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। যার পরিপ্রেক্ষিতে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ঢালিউডের বিখ্যাত অভিনেতা আহমেদ শরীফ সহ অন্যান্য উপদেষ্টাদের সুপরামর্শে ২০১৯ সালে জয় বাংলা অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে হিরো অ্যাওয়ার্ড সহ নানা পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তারা বিভিন্ন সময় পথশিশুদের পাশে থাকা সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে।