কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা-২০২৩

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  11:46 AM, 20 May 2023

আব্দুস সবুর ঢাকা :

বক্তব্য রাখছেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত টিআই শাহিনুর রহমান শাহীন।সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা ট্রাফিক।শনিবার (২০ মে) সকালে কুষ্টিয়া ট্রাফিক অফিসের পাশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মালিক-চালকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত টিআই শাহিনুর রহমান শাহীন।তিনি বলেন

কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশক্রমে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বাস-ট্রাক টার্মিনালে মালিক শ্রমিকদের নিয়েও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।কুষ্টিয়া ট্রাফিকের টিএসআই মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক অফিসের টি আই আরিফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন,কুষ্টিয়া পুলিশ সার্জেন্টরা, কনস্টেবল গোপেশ, এটিএসআই হেলাল প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :