কুষ্টিয়ায় কিশোর গ্যাং বিরোধী ব্যাপক অভিযান পুলিশের বেপরোয়া মটরসাইকেল আটক, মামলা
কুষ্টিয়ায় কিশোর গ্যাং বিরোধী ব্যাপক অভিযান পুলিশের বেপরোয়া মটরসাইকেল আটক, মামলা">
আব্দুস সবুর ঢাকা
কুষ্টিয়ায় ঈদকে সামনে রেখে বেপরোয়া মোটরসাইকেল চালানো ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গতকাল শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশ। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের কঠোর নির্দেশে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি মটর সাইকেল আটক এবং মামলা দেওয়া হয়। সেই জানান । সাথে কিশোরদের আটকের পর তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শর্তসাপেক্ষে সংশোধনের সুযোগ দেওয়া হয়। তবে একই অপরাধে দ্বিতীয়বার কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে পুলিশ সুপার খাইরুল আলম।