কুষ্টিয়ায় আইন শৃংখলা উন্নয়নে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করছে-এসপি খাইরুল আলম
আব্দুস সবুর ঢাকা :
কুষ্টিয়ায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ২০মে শনিবার বিকেল ৫টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাংবাদিক পিনু খোকন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক সাইফ উদ্দিন আল আজাদ। জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম। তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিকের পেশাগত ক্ষেত্র এক। সাংবাদিক সমাজের অসঙ্গতির চিত্র গণমাধ্যমে তুলে ধরে। আর পুলিশ সেখানে আইন প্রয়োগ করে। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে। তিনি আরও বলেন, কুষ্টিয়ার আইন শৃংখলা উন্নয়নে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করছে। এক্ষেত্রে সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ তুলে ধরতে হবে অন্যথায় পুলিশ ভুলতথ্যে হয়রানির শিকার হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ জিপি আসম আখতারুজ্জামান মাসুম, বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় বক্তারা দৈনিক নবচেতনা পত্রিকার ৩১-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকা সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশক,হেড অফিস,কুষ্টিয়া জেলা প্রতিনিধি সহ সারা বাংলাদেশের নবচেতনার সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ, প্রচার সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহিদুল হক ডন,নির্বাহী সদস্য তৌফিক তপন,নির্বাহী সদস হাফিজুর রহমান জীবন,সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান,প্রচার সম্পাদক চাঁদ আলি, আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী,ভোরের চেতনা জেলা প্রতিনিধি এইচ,এম,বেলাল,লাখো কন্ঠ জেলা প্রতিনিধি সামরুজ্জামান সামুন, গ্লোবাল টিভি হারুনুর রশিদ,অগ্নিশিখা জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।